April 17, 2021, 7:48 pm

অঘোষিত লকডাউনের মধ্যে দিয়ে ফেরদৌসী ইসলাম জেসী এমপি র ত্রাণ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ :
কোভিড-19 করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ যেখানে লকডাউন এ গৃহবন্দি
অথচ এই সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।এই দূযোগময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য – তাদের সবার প্রতি রইলো-বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা।
আজ দুপুরে ঝিলিম ও চরঅনুপনগর ইউনিয়ন ফেরদৌসী ইসলাম জেসী এমপির ব্যক্তিগত উদ্যোগে ও হত দরিদ্র পরিবারের পক্ষ থেকে ২০০ অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব,
সাইফুল ইসলাম মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ আওয়ামী লীগ ঝিলিম ও চরঅনুপনগর ইউনিয়নের শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলার শাখাওয়াত হোসেন শওকত সহ আওয়ামী লীগের প্রবীণ ও সাধারণ কর্মী। এই সময় এমপি মহোদয় বলেন যত দূযোগ আসুক আমাদের একজন নেত্রী রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার নেতৃত্বে আমরা সবসময় যেকোন দূযোগে মোকাবিলায় সক্ষম।
সবাই দোয়া করবেন তাদের জন্য-আল্লাহ্ তাদেরকে এবং তাদের পরিবারের সবাইকে সুস্থ রাখুক।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!