April 20, 2021, 8:01 am
মোঃ হোসেন গাজী।।
হাইমচরে মিষ্টার হত্যা মামলায় ২ জনকে আটক করনে হাইমচর থানা পুলিশ।
হাইমচর উপজেলা ৩ নং আলগী দক্ষিন ইউনিয়নের চরপোড়ামূখী গ্রামের হাসিম রাঢ়ির পুত্র মিষ্টার(৩৮) রাড়ী হত্যা মামলায় অভিযুক্ত আমিনুল ইসলাম প্রকাশ আমিন, (১৭) পিতা মোঃ হান্নান রাড়ি, রবিন কাজী (১৬) পিতা মোঃ রহিম কাজী, চরপোরামূখী ২ জনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
হাইমচর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান মিষ্টার রাঢ়ি হত্যা মামালায় সন্দেহ জনক ভাবে দুজনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক দুজন হত্যার কথা স্বীকারোক্তি করে, তারা জানায় মিষ্টার এর বড় ভাই আক্তার এর সাথে ৬ লাখ টাকা চুক্তিতে তিনজনে মিষ্টার কে হত্যা করা হয়।
আটক দুজনকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে। হামলায় জড়িত পলাতক একজন ও মিষ্টার এর ভাই কে খুজছে হাইমচর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার বাগান থেকে মিস্টার রাঢ়ির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেন।