June 19, 2021, 2:54 pm

News Headline :
নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক চা শ্রমিকের মজুরী হারের খসড়া সুপারিশ বাতিলের দাবী চাঁদপুর শহরে মাদক নির্মুলে নতুনবাজার পুলিশ ফাঁড়ির সাড়াশি অভিযান অব্যাহত জামালপুর জেলার করোনা পরিস্থিতি অবনতি, ৩জনের মৃত্যু চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১ দেশে করোনায় ৪৮ দিনের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৬৭ জন নরসিংদীতে কমেছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত ৬ জন চাঁদপুরে সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিঃ এর মেকানিক ও গ্রাহক সভা অনুষ্ঠিত কবিতাঃ বউ – মেহেদী হাসান মিলন আজমিরী দরবারশরীফ ও আজমিরীগঞ্জ নামের ইতিকথা সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতি নামক ঘোষিত নতুন সংগঠন অবৈধ

আউশের প্রণোদনা কর্মসূচির আওতায় নকলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ মানিক মিয়া,নকলা (শেরপুর) প্রতিনিধি : আউশের প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের নকলায় ৫৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ওই প্রণোদনা বিতরণ করা হয়। প্রণোদনার মধ্যে ছিল প্রতিজন প্রান্তিক কৃষকের মাথাপিছু ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি ও ৫কেজি করে আউশ ধান বীজ। উপজেলার বানেশর্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রণোদনা বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস উপস্থিত কৃষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা দ্রুত বীজতলা তৈরি করে ফেলবেন। যেহেতু আউশ ধানের জীবনচক্র খুবই ছোট তাই যত কমবয়সী চারা লাগানো যাবে ফলন তত বেশি হবে। ২০ থেকে ২৫ দিন বয়সী ধানের চারা লাগানোই উত্তম। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ১ ইঞ্চি জমিও যেন কোথাও অনাবাদি না থাকে এবং সে লক্ষে কৃষি বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। যে সকল জায়গায় আউশের আবাদ বাড়ানো সম্ভব সে সব জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং সেখানে আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি বলেও তিনি উপস্থিত সকলকে জানান। এসময় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, দায়িত্বপ্রাপ্ত ব্লক সুপারভাইজার ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!