April 11, 2021, 3:44 pm
আমিনুল হক তামিম বিশেষ প্রতিনিধিঃ- এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং শিল্পপতি সাইফুল আলম মাসুদ স্যারের বড় ভাই মোরশেদুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা গেছেন।
শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে ৬২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এস আলম গ্রুপের পরিচালক ( বিপণন) এর পাশাপাশি তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন।
ওনার মৃত্যুতে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড দোহাজারী শাখার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এই পবিত্র রমজানের উছিলায় তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করতে মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া কামনা করেন।
এনআরবি গ্লোবাল ব্যাংক দোহাজারী শাখার ব্যবস্থাপক জনাব আহমেদুর রহমান গণমাধ্যমে বলেন, জনাব মোরশেদুল আলম ছিলেন সদালাপী ওঅত্যন্ত সজ্জন এবং উদার মনের একজন ব্যক্তি। ওনার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান শিল্পোদ্যোক্তাকে হারালো। সবাইকে এস আলম পরিবারের অন্যান্য সদস্যদের রোগ মুক্তি জন্য দোয়া কামনা করেন।
ওনার মৃত্যুতে সারাদেশ সহ দোহাজারী শাখা গভীরভাবে শোকাহত।