April 14, 2021, 4:51 am
সুজন পোদ্দার:
আবারো কর্মহীন হয়ে পড়া বাস চালক ও শ্রমিকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মেয়র নাজমুল আলম স্বপন।
এবারো তার ব্যাক্তিগত উদ্যোগে শুক্রবার বিকেলে বাস চালক ও শ্রমিকদের ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলু সহ নিত্য সামগ্রী পৌঁছে দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।
এ সময় মেয়র সাংবাদিকদের জানান, শুধু আজই নয় ধারাবাহিকতা বজায় রেখে আমি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরন সহ যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াই।
উল্লেখ্য যে, করোনার শুরু থেকেই তিনি কচুয়া পৌর সভার পক্ষ থেকে লিফলেট, মাস্ক স্প্রে, হ্যান্ড সেনিটাইজার বিতরন করে আসছেন। ইতিপূর্বে তিনি সরকারী ছুটির ফাঁদে আটকে পরা বেশ কিছু পরিবারকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, মাস্ক সহ নানা সামগ্রী বিতরন করেন।