April 17, 2021, 8:43 pm

এ কেমন ঈদ- কবির হোসেন মিজি

এ কেমন ঈদ ?
যেখানে আনন্দ নেই, উল্লাস নেই, নেই কোনো হৈ চৈ।
মনের বাঁধ ভাঙ্গা ইচ্ছে গুলো আজ ঘরবন্ধী।
প্রিয় বন্ধুদের আড্ডাগুলো আজ সানিধ্যের বহু দুরত্বে,
প্রিয়ার হাতের রঙ্গিন মেহেদীর রঙ্গ মুছে যায় হেক্সিসলের ফোঁটায় ফোঁটায়।
হাতের কাকন, মেহেদীর লাল রঙ্গের সৌন্দর্য ঢেকে রাখে হ্যান্ডগ্লাবস,
বাহিরে পা পড়েনি করোনা ভীতুতে।
রমজানেরই রোজার শেষে খুশির ঈদ
আজ ঘুমরে কেঁদে মরে হৃদপিন্ডের অস্তিত্বে।
এ কেমন ঈদ ?
যেখানে শহরের বাতাসে উড়ে করোনা,র শঙ্খছিল
বুকের বাম পাজরে আতকে উঠে মৃত্যুর ভয়ানক ডাক ।
ট্যাপিক জ্যামে আটকা পড়েনা ছোট বড় যানবাহন
বিরোদী দলের মতো বাহিরে চোর পুলিশ খেলে একটি অদৃশ্য কীট।
তাই আজ জনশূন্য চিরচেনা শহর গুলো
নিরবে দুঃখ স্মৃতির আল্পনা এঁকে যায় ইতিহাসের পাতায়।
এ কেমন ঈদ দিলে প্রভু ?
প্রতি বছর যেখানে পবিত্র মাঠ গুলো মুসল্লিদের সমাগমে পরিপূর্নতা পেতে
সেখানে আজ নিরবে বাতাসে দোল খায় সবুজ দুর্বাঘাস
কারো পায়ের চিহ্ন পড়েনি অপেক্ষারত সেই ঘাসের ডগায়।
তোমার পবিত্র ঘরেরই অসহায় মানুষ গুলো ইবাদত শেষে চুপচাপ ফিরে যায় আপন নীড়ে।
নেই কোন হ্যান্ডশিক, কোলাকুলি আর কুশল বিনিময়ের এতটুকু আনন্দ।
মুক্তি দাও প্রভু, মুক্তি দাও, সব অভিমান ভেঙ্গে আমাদেরকে উপহার দাও একটি সোনালী সকাল
আর রমজানেরই রোজার শেষে একটি খুশির ঈদ।

রচনাকাল ঃ ২৫ মে সোমবার।
বঙ্গবন্ধু সড়ক, চাঁদপুর।
মোবাইল ঃ ০১৭১৭৫২০২৭৩

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!