April 14, 2021, 4:04 am
কুতুব উদ্দিন রাজু, চট্টগ্রামঃ
কক্সবাজারের মহেশখালীতে প্রতিবন্ধী শিক্ষার্থী ও বয়স্ক নারী-পুরুষের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়। ১মে শুক্রবার বিকালে মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক অাবুল বশর পারভেজের সার্বিক তত্বাবাধনে, বিশিষ্ট সমাজ সেবিকা, ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর চট্টগ্রাম কমিটির সহ-সাধারণ সম্পাদিকা ফারিয়াল সানাম এর পরিবারের অর্থায়নে মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা গ্রামের একদল বিভিন্ন শ্রেনীর প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন,সমাজে যখন মানবিক মানুষের বর্তমান সময়ে খুব বেশি প্রয়োজন ঠিক সেই সময়ে প্রফেসর নজরুল ইসলাম হাবীবীর প্রতিষ্ঠিত ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ অত্যন্ত মানবিক ও প্রসংশনীয় কাজ করেছে। অামি এ কর্মকান্ডকে সাধুবাদ জানাই।
করোনা ভাইরাসের কারণে দেশে আজ কঠিন অবস্থা বিরাজ করছে। মানুষের দুঃসময়ে ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর সদস্য, বিশিষ্ট সমাজ সেবিকা, মানবিক শিক্ষানুরাগী ফারিয়াল সানাম এর পরিবারের অায়োজন সত্যিই প্রশংসনীয়”।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা’র প্রোগ্রাম অফিসার অাজিজুল হক সিকদার, মহেশখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ, দক্ষিণ পুটিবিলা প্রিজম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদা বেগম, সহকারী শিক্ষিকা কামরুনাহার, সাবেক মেম্বার অাবু তালেব, সমাজকর্মী মোহঃ হোছন, সাদ্দাম হোসন এবং অাবু সাহেদ প্রমুখ।