April 14, 2021, 4:44 am
আবদুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি।। কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় র্যাব সদস্যরা অভিযানে চালিয়ে বিপুল পরিমান চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় র্যাব সদস্যরা মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি টেক্সী জব্দ করে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক যুবক রামুর কাউয়ারকোপ দিকপাড়া এলাকার নুরুল আলমের ছেলে এমরানুল হক (২০)। অভিযানের তথ্য নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে লিংকরোড এলাকার আলহাজ্ব আব্দুর গফুর মার্কেটের সামনে সিএনজি নিয়ে চোলাইমদসহ পাচারের জন্য অবস্থান করছে। এসময় র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র্যাবের অবস্থান টের পেয়ে চালক পালিয়ে গেলেও চোলাই মদসহ একজনকে আটক করা হয়। এসময় সিএনজি ভর্তি ২ শ’ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের মূল্য ১ লক্ষ টাকা। তিনি আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা শেষে আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় হন্তান্তর করা হবে এবং পলাতক আসামীকে ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।