April 16, 2021, 1:25 pm
সুজন পোদ্দারঃ
করোনা দুর্যোগ ও ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন অসহায় হয়ে পড়া কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার ৫ হাজার অসহায় পরিবারকে মাঝে পৌঁছে দেওয়া হল সাবেক এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের ঈদ উপহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, চিনি ও সেমাই।
আজ শুক্রবার সকালে উপজেলার নিজ গ্রাম হাসিমপুরে মুনসুরউদ্দিন মহিলা কলেজ চত্ত¡রে অসহায় নারী-পুরুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার গ্রহণকারীরা সামাজিক দ‚রত্ব রক্ষা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য জুবায়ের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার মানুষের পাশে দাঁড়ানো ও সহযোগিতা বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ গোলাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে বরাবরের মতো এবারও অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করছি। তিনি আরো বলেন, করোনা বিস্তারের শুরুতেও কচুয়ায় ২০ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছি। প্রয়োজনে আগামী দিনেও এমন ধারা অব্যাহত রাখবো।