April 11, 2021, 2:47 pm
আবদুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি।।
করোনায় আক্রান্ত কক্সবাজারের রামুর গৃহবধূ ছেনুয়ারা হক (৬৫) কক্সবাজার সদর হাসপাতালে ইন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহষ্পতিবার রাত আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছেনুয়ারা হক (৬৫) জেলার রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল্লাহর স্ত্রী।
মরহুমার ছেলে জসিম উদ্দিন ভরসা মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
আজ বৃহষ্পতিবার কক্সাবাজার সদর হাসপাতাল ল্যাবে পরীক্ষায় করোনা ভাইরাসে শনাক্ত হন ছেনুয়ারা হক।
এটি কক্সবাজার জেলায় করোনায় প্রথম মৃত্যু।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন, করোনায় মৃত ছেনুয়ারা হকের দাফন সম্পন্ন করার জন্য ইসলামিক ফাউণ্ডেশন এর দাফন টিমকে বলা হয়েছে।