April 13, 2021, 7:38 pm
[শাহিনুর ইসলাম প্রান্ত]
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অনেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ফলে খাদ্য সংকটে পড়েছে খেঁটে খাওয়া দুস্থ মানুষ। এমনি কিছু কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এস আই মো: শাহাদত হোসেন। নিজের এক মাসের সম্পূর্ণ রেশন ও বেতনের অর্ধেক টাকা দিয়ে খাদ্যসামগ্রী কিনে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।
সোমাবার (২০ এপ্রিল) কর্মরত উপজেলায় চলমান পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে বের করে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করছেন। এছারা পাশাপাশি ০৫ সদস্যের ০১টি এবং ০৩ সদস্যের ০১টি মোট ০২টি কর্মহীন হতদরিত্র পরিবারের ক্ষুধা নিবারনের দায়িত্ব নিয়েছেন।
এস আই মো: শাহাদত হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি আমার এক মাসের সম্পূর্ণ রেশন ও বেতনের অর্ধেক টাকা দিয়ে কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। এছারা কয়েকটি পরিবারের ক্ষুধা নিবারনের দায়িত্ব নিয়েছি।
এরকম পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি।