September 23, 2021, 1:56 am

News Headline :
নোয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নৌকার পক্ষে ভোট করায় হামলার অভিযোগ, আহত-৫ চাটখিলে টাকা হারালেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা ছিনতাইকালে গ্রেফতার-২ দিনাজপুরে ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন দিনাজপুরে নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু দিনাজপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফট ও জেলা লিগ্যাল এইড অফিসে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের শুভ উদ্বোধন

করোনা ভাইরাস ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অবশ্যই প্রশংসিত হবে – এমপি গোপাল

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলার বীরগঞ্জ থানায় গতকাল মঙ্গলবার ২৩ জুন পুলিশ সদস্যদেরকে মাস্ক প্রদান করেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

মাস্ক প্রদানকালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বক্তব্যে বলেন, করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ বাহিনী আদর্শ স্থাপন করেছে। পুলিশ সদস্যরা আমাদের আত্মীয়। করোনা ভাইরাস থেকে জনগনকে রক্ষার জন্য তারা যে জীবনের ঝুকি নিয়ে কাজ করছে তারা অবশ্যই প্রশংসনীয়। তাদেরকেউ ভাল রাখার দায়িত্ব আমাদের সকলের।
তিনি আরো বলেন, এদেশে উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ প্রশংসনীয় ভুমিকা পালন করেছে এবং তাদের এই তৎপরতার কারনে জঙ্গিবাদ নির্মূল হওয়ার পথে। ঠিক তেমনি ভাবে প্রানঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অবশ্যই প্রশংসিত হবে। বীরগঞ্জ থানার পুলিশ সদস্যদের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান কে এই মাস্ক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর উপদেষ্টা মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি মো. ইয়াসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টিসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!