April 11, 2021, 4:21 pm

করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদগঞ্জে হাজী বাঁধনের মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

করোন ভাইরাস (কোভিড-১৯) একটি ভয়াবহ প্রাণ ঘাতী ভাইরাস। নাম মনে পরতেই চোখে ভেসে উঠে বিশ্বের লাশের মিছিল। বাংলাদেশেও ইতিমধ্যে আঘাত এনেছে এই প্রাণঘাতী ভাইরাসটি। করোনা প্রতিরোধে সরকারি ভাবে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচি।

এই মহামারী প্রতিরোধে আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায়
জননেত্রী শেখ হাসিনার মানবিক সিদ্ধান্তের সম্মানে, ফরিদগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান এমপির নির্দেশে ও আওয়ামীলীগের নেতা খাঁজে আহমেদ মজুমদারের সার্বিক সহযোগিতায় বৈশ্বিক মহামারী প্রাণঘাতি করোনা ভাইরাসে বিপর্যস্ত নিন্ম আয়ের মানুষের মাঝে, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরন করেন ফরিদগঞ্জের তরুন সমাজসেবক ও আওয়ামীলীগের নেতা হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটাওয়ারী।

গত ২৪শে এপ্রিল শুক্রবার সকালে ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে জীবাণুনাশ ঔষধ ছিটিয়ে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন করেন।
উল্লেখ্য যে নিজের কষ্ট উপার্জিত অর্থে এই
দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন হাজী বাঁধন।

ফরিদগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে ত্রাণ, কাপড়, ঔষধ সহ নানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছেন এই নেতা।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!