April 20, 2021, 8:21 am
করোনায় বিপর্যস্ত জনজীবন। করোনার প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের মানুষ কাজ হারিয়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবি, ভাসমান ও মধ্যবিত্ত মানুষ ।ফরিদগঞ্জ পৌরসভার দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন হাজী মাকসুদুল বাশার বাধঁন পাটওয়ারী।
বাংলাদেশে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিদিন তিনি তার নিজ নির্বাচনি এলাকায় বিভিন্ন সচেতনামূলক কর্মসূচী পালন করেছেন। পাড়া মহল্লা দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে জীবানু নাশক ছিটানো সহ জন সাধারনের মাঝে মাস্ক বিতরন করে সামাজিক দূরত্ব ও লকডাউনের সময় নিজ ঘরে অবস্থান করতে অনুরোধ করেন।
এছাড়া অসহায় খেটে খাওয়া মানুষ ও পরিবারের মাঝে রাতের আধারে চাল ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি জানান,‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে আমাদের দেশে এবং আমার এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই অংশ হিসেবে পৌরসভার অসহায় পরিবারের মাঝে ত্রাণ, কাপড়, ঔষধ সহ নানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছি। সবাইকে নিজ ঘরে নিরাপদে থাকার আহ্বান জানান এই তরুন নেতা।