September 23, 2021, 2:56 am

News Headline :
নোয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নৌকার পক্ষে ভোট করায় হামলার অভিযোগ, আহত-৫ চাটখিলে টাকা হারালেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা ছিনতাইকালে গ্রেফতার-২ দিনাজপুরে ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন দিনাজপুরে নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু দিনাজপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফট ও জেলা লিগ্যাল এইড অফিসে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের শুভ উদ্বোধন

করোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন ডাঃ মোঃ আখতারুল আলম (পলেন)

স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:

চাঁপাইনবাবগঞ্জ:করোনা মোকাবিলায় আমাদের দেশে ডাক্তার, নার্স, পুলিশ ,ও অন্যান্য মেডিকেল কর্মীরা সব চাইতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। আমাদের কে সুস্থ রাখার জন্য তাঁরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান মোঃ ডা:আখতারুল আলম (পলেন)
অফিস-টি বি ক্লিনিক,চাঁপাইনবাবগঞ্জ ও পুলিশ হাসপাতাল,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার-রোজ মেডিকেল সেন্টার
ডা:পলেন জানান,
একজন নার্স বা ডাক্তার যখন হাসপাতাল থেকে ডিউটি করে বাড়ি ফিরে আসেন তার সন্তান যদি তাকে আনন্দে জড়িয়ে ধরতে চাই তিনি করলেও তার সন্তানকে জড়িয়ে ধরতে পারবেন
না । এমন কি রাতে তিনি সন্তানের পাশে শুতে ও পারবেন না শান্তিতে ।মাথার মধ্যে সংক্রমণের আতঙ্ক সব সময় তাড়িয়ে বেড়াবে।
তার সঙ্গে আছে নাইট ডিউটি কান্তি আর কষ্ট । ইতি মধ্যে ইতালিতে , চীনে কত স্বাস্থ্যকর্মী ডাক্তার সংক্রমিত এবং কত ডাক্তার ও স্বাস্থ্য কর্মী মারা গেছেন।
তবু তারাই এখনো সারা বিশ্বে করোনা আক্রান্ত মানুষের একমাত্র সহায়ক,বাঁচার ভরসা।
মনে রাখবেন, এইসব চাকরি শুধু মাইনে পেলেই করা যায় না ,যদি সেই চাকরি করার জন্য জোরালো মনোবল বা স্বার্থ ত্যাগ করার ক্ষমতা না থাকে। সুতরাং স্বাস্থ্য কর্মীদের নিন্দা করার আগে ,বা গায়ে হাত তোলার আগে এই সময় টা ভেবে করবেন।
ডাঃ আখতারুল আলম পনেল বলেন, পৃথিবীর সব দেশেই একই চিত্র এই মূহুর্তে সারা পৃথিবীর মানুষ যখন করোনা আতঙ্ক নিজেদের ঘরবন্দি করে রেখেছে তখন নিজেদের ডাক্তার, নার্স মেডিকেল কর্মীযেন সুস্থ থেকে করোনা বিরুদ্ধে লড়াই করে যেতে পারে। আক্রান্তদের নিরাময়করে তুলতে পারে। তাদের সবার প্রতি আন্তরিক বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া
তাদের আন্তরিক প্রচেষ্টা য় হাসি ফুটে উঠুক নিরাময়কামী আর্ত মানুষের মুখে করোনা হেরে যাক জয় হোক বিজ্ঞানের জয়,জয় হোক পৃথিবীর।
সবাই সতর্কে থাকুন, সুস্থ থাকুন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!