April 16, 2021, 3:21 pm
রেজাউল আম্বিয়া রাজু: মৌলভীবাজারের কুলাউড়ায় এবার রাজু আহমেদ নামে ২১ বছরের এক কিশোর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে উপজেলার রাউৎগাও ইউনিয়নের মনরাজ এলাকার বাসিন্দা।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঢাকা করোনা ল্যাব থেকে ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক। তিনি জানান, গত ২৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ ২৫ মে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও জানান, ওই যুবকের শরীরে করোনা পজিটিভ হওয়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।