রোকনুজ্জামান কুষ্টিয়া॥
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (১৭ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩ টি নেগেটিভ ও ২টি পজেটিভ। নতুন সনাক্ত দুই জন রোগীর একজন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার গ্রামের এর বাসিন্দা (২৫ বছর) এবং অপরজন কুষ্টিয়া সদরের মঙ্গলবাড়িয়ার বাসিন্দা (৩৫বছর) । আক্রান্ত দুইজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২৬ জন করোনা রোগী সনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১১, ভেড়ামারা ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ৩,কুমারখালী ৫, খোকসা ১।