April 14, 2021, 5:03 am
মুহাম্মাদ মহাসিনঃ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও জাতীয় কৃষক পার্টির সভাপতি,সাহিদুর রহমান টেপা করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট হওয়ায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য জাতীয় কৃষক পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেছেন,করোনা আতঙ্কে হাওরের বোরো ফসল কাটার চরম শ্রমিক সংকট দেখা দিয়েছে। চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিকের অভাবে ধান নষ্ট হয়ে যেতে পারে। তাই ধান কাটতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আজ রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেন। টেপা বলেন, ইতিমধ্যে অনেক শিক্ষিত যুবক বিনা পারিশ্রমিকে কৃষকদের ধান কাটছেন। বাগেরহাট, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদীতে জাতীয় কৃষক পার্টির নেতাকর্মীরা সামাজিক দূরুত্ব বজায় রেখে জাতীয় কৃষক পার্টির নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে সহায়তা করছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দিয়ে দেশকে খাদ্য সংকটের হাত থেকে রক্ষা করতে হবে।