April 11, 2021, 6:52 am
ইয়াছিন আরাফাত বাগেরহাট,
খুলনা মেডিক্যাল কলেজে (খুমেকে)প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার ওই রোগীর করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা আক্রান্ত হওয়া যুবক (৩০) যশোর জেলার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী।
গত ৭ এপ্রিল খুমেকে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন চালু করার পর এই প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) সংশ্লিষ্ট বিভাগের একজন চিকিৎসক জানান, করোনা আক্রান্ত যুবকের জ্বর দেখা দিলে তার স্যাম্পল খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। রবিবার খুমেকের পিসিআর মেশিনে তার স্যাম্পল পরীক্ষার পর করোনা ভাইরাস ধরা পড়ে।
তিনি জানান, এ পর্যন্ত খুলনা মেডিক্যাল কলেজে খুলনা বিভাগের ১৫৯ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রবিবার পরীক্ষা করা হয় ৪৭ জনের। খুমেকের পিসিআর মেশিনে পরীক্ষা করা করোনা শনাক্ত প্রথম রোগী ওই যুবক।