June 19, 2021, 2:42 pm

News Headline :
নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক চা শ্রমিকের মজুরী হারের খসড়া সুপারিশ বাতিলের দাবী চাঁদপুর শহরে মাদক নির্মুলে নতুনবাজার পুলিশ ফাঁড়ির সাড়াশি অভিযান অব্যাহত জামালপুর জেলার করোনা পরিস্থিতি অবনতি, ৩জনের মৃত্যু চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১ দেশে করোনায় ৪৮ দিনের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৬৭ জন নরসিংদীতে কমেছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত ৬ জন চাঁদপুরে সিগমা ওয়েল ইন্ড্রাস্ট্রি লিঃ এর মেকানিক ও গ্রাহক সভা অনুষ্ঠিত কবিতাঃ বউ – মেহেদী হাসান মিলন আজমিরী দরবারশরীফ ও আজমিরীগঞ্জ নামের ইতিকথা সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতি নামক ঘোষিত নতুন সংগঠন অবৈধ

গোপালগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

গোপালগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। রাত ১০টা থেকে লকডাউন কার্যকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদসহ জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার করোনা পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা শেষে কমিটির সদস্যরা গোপালগঞ্জ জেলাকে লকডাউন করার এ সিদ্ধান্ত নেন।

সভা থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলায় তিন পুলিশ সদস্যসহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোপালগঞ্জের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার আশঙ্কায় ও করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!