April 20, 2021, 8:27 am

News Headline :
চাঁদপুরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের মাতম: তাহমিনা হারুন আর নেই! ভারতে ১৮ বছর হলেই নেওয়া যাবে করোনার টিকা পলাশে পথচারীদের মাঝে স্বপ্নপূরণ সংঘ’র ইফতার বিতরণ হেফাজত নেতা মামুনুল গ্রেফতারের প্রতিবাদে কচুয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে হামলা-ভাংচুর ॥ গ্রেফতার ৩ চাপদিয়ে ঋণ আদায়ের অপরাধে জাগরণী চক্র ফাউন্ডেশনকে জরিমানা মেহেদীর রং মোছার আগেই নববধূর আত্মহত্যা হেফাজত নেতাকর্মীদের হামলায় ওসিসহ ৭ পুলিশ আহত চাঁদপুরে যেভাবে করোনা ল্যাব এবং সেন্ট্রাল অক্সিজেন হয়ে গেছে, সেভাবে আইসিইউও হয়ে যাবে ————————-ডাঃ জেআর ওয়াদুদ টিপু ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের জরিমানা রাণীনগরে ড্রামে ভাসমান লাশ

চট্টগ্রামে চিত্রিত হলো মানবিক সমাজ বার্তার নাটক ‘দহন’

 
তানজিনা লুনাঃ- চট্টগ্রামের একঝাঁক প্রতিশ্রুতিশীল থিয়েটারকর্মীর অংশগ্রহণে আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশন চট্টগ্রামের কারিগরি সহযোগিতায় বিডিবাণী’র প্রযোজনায় নির্মিত হয়েছে এই সময়ের নাটক ‘দহন’। নাটকটির রচয়িতা প্রতিশ্রুতিশীল লেখক ও অনলাইন এক্টিভিস্ট শামছুল আরেফিন শাকিল বলেন- সমাজ সবসময়ই পরিবর্তনশীল, সে পরিবর্তনের ধারা যদি ইতিবাচক পথে না চলে তবে সে সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব ও মানবিক মূল্যবোধের অভাব প্রকট হয়ে উঠে চলতে থাকে নানান দহন। প্রথার ভেতর থেকে প্রথা ভাঙার যুদ্ধ চালিয়ে যাওয়া সহজ নয়, তবুও এক অসম যুদ্ধ প্রজন্ম থেকে প্রজন্ম চলমান সে যুদ্ধের ই একটি খন্ড অংশ মানবিক সমাজ বিনির্মাণের বার্তা নিয়ে নাটক দহন। দহন নাটকের পরিচালক ও প্রতিভাবান অভিনেতা আশরাফুল করিম সৌরভ বলেন বর্তমান সময়ের বাস্তবতার আলোকে নির্মিত হয়েছে নাটকটি। ঘুনেধরা সমাজের আলোর পথের কিছু খন্ড চিত্র উঠে আসবে এই নাটকে। নাটকে যারা অভিনয় করেছেন প্রায় সবাই থিয়েটারকর্মী এবং সবার কাজ দারুণ হয়েছে। আশাকরি, নাটকটি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে। আর হ্যাঁ, নাটকটিতে অবশ্যই সমাজের প্রতি বেশ কিছু বার্তা বা ম্যাসেজ রয়েছে। দহন নাটকে অভিনয় করেছেন- মোশারফ ভূঁইয়া পলাশ, রাজিয়া রত্না, আশরাফুল করিম সৌরভ, জুয়েনা আফসানা, সামির, রাসেল, প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, ইমন, মান্নান হিমেল, মুন্নী, সাগর, মামুন খাঁন রাহি এবং ওয়াহি। বীজন নাট্য গোষ্ঠীর সার্বিক সহযোগিতায় প্রান্ত শর্মার চিত্রগহণে নির্মিত নাটক ‘দহন’ পরিবেশিত হবে বিডিবাণী ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!