April 20, 2021, 8:24 am
ছাগলের মালিক জাহানারা বেগম বলেন, আমি ৫ বছর ধরে ছাগল লালন-পালন করে আসছি। দেশি জাতের একটি ছাগল অস্থিরতা বােধ করার পর ছাগলটি একটি বাচ্চার জন্ম দেয়। ছাগলের বাচ্চাটি শরীর ও পা স্বাভাবিক হলেও বাচ্চাটির মাথাটি অস্বাভাবিক ছিল। বাচ্চাটির দুটি মাথা, চারটি পা, চারটি চোখ, দুটি মুখ এবং দুটি কান
রয়েছে। ছাগল ও তার বাচ্চা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। দুই মাথাযুক্ত বাচ্চাটিকে হাত
দিয়ে ধরে খাওয়াতে হয়। একটি খেলে, আরেকটির মুখে চলে যায়। জাহানারা বেগমের ছেলে মাে. জাফর গাজী বলেন, দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চাটি আমরা খুব যত্ন নিচ্ছি। বাচ্চাটি একা খেতে পারে না বলে দুধ তুলে খাওয়াতে হয়।
এমন বাচ্চা আগে কখনও দেখিনি। আল্লাহর কাছে প্রার্থনা বাচ্চাটি বেঁচে থাকুক। দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চাটি দেখতে শত শত লোেক বাড়িতে আসে।
স্থানীয় মাে, লুৎফর রহমান বলেন, ছাগলের বাচ্চাটির দুটি মাথা থাকায় ঘটনাটি
এলাকায় বেশ আলােড়ন সৃষ্টি করেছে। আল্লাহ ভালাে জানেন, কীভাবে এটির জন্ম।
হয়েছে। বাচ্চাটির দুটি মাথা হলেও দেখতে খুব সুন্দর।
চাঁদপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাে. বখতিয়ার উদ্দিন বলেন, বিভিন্ন স্থান থেকে প্রায়ই খবর আসে দু’মাথাওয়ালা পশু জন্ম নিয়েছে। এটি আসলে জিনগত ত্রুটির কারণে হয়ে থাকে। শুক্রাণু-ডিম্বাণুর ফলে মাথা ও শরীর স্বাভাবিকভাবে হতে পারে না। ফলে অস্বাভাবিক পশুর জন্ম হয়।