April 16, 2021, 2:34 pm
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে করোনায় বিপদগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী পক্ষে সেহরি ও ইফতারের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগ নেতা মোঃ সুমন গাজী।
২৭শে এপ্রিল সোমবার ওই ইউনিয়ের ৮নং ওয়ার্ডের অর্ধশতাধিক বাড়ীতে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় বিপদগ্রস্থ মানুষ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীর উপহার সামগ্রী হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন।
এদিকে সোমবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার সামগ্রী পৌছে দেন জেলা ছাত্রলীগ নেতা মোঃ সুমন গাজী। তিনি জানান,চলমান করোনা ভাইরাসের কারনে সমাজের কেহ আজ ভালো নেই। তাই এই পবিত্র রমজানে কর্মহীন মানুষগুলোর পাশে এসে দাড়িয়েছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ভাই। আমি উনার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে সেহেরি এবং ইফতারের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি।এই দুঃসময়ে উপহার পেয়ে বিপদগ্রস্থ মানুষের মুখে হাসি দেখে মনটা ভরে গেছে।
এ ধরনের কার্যক্রম আগামিতে অব্যহত থাকবে বলে জানা গেছে।