April 17, 2021, 8:31 pm
মোঃ হোসেন গাজী।।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে সীমিত আকারে চলাচল করছে ফেরি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাত্রী পরিবহনের সকল যানবাহন ফেরিতে ওঠা নিষিদ্ধ করা হয়েছে। ৬টি ফেরির মধ্য চালানো হচ্ছে দুটি ফেরি।
বিআইডব্লিউটিসির হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল আলম চৌধুরী জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে বর্তমান অবস্থায় ফেরিতে সাধারণ মানুষ পারাপারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি নির্দেশনায় আমরা পণ্যবাহী আর জরুরি সেবার গাড়ি কেবল পারাপার করছি। ফেরিতে সাধারণ মানুষ পারাপারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় গত এক সপ্তাহ যাবত বাস, মাইক্রো, ব্যক্তিগত গাড়ি এমনকি মোটরসাইকেল পর্যন্ত উঠানো সম্পূর্ণ বন্ধ রয়েছে।
তিনি বলেন, যানবাহন কম থাকায় সীমিত আকারে ফেরি চালানো হচ্ছে। রোস্টার অনুযায়ী দুটি করে ফেরি চলছে।