October 19, 2021, 7:29 pm

News Headline :
পিরোজপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশ গ্রহন সভা অনুষ্ঠিত স্থায়ী বিচারপতি হিসাবে শপথ নিলেন মতলব উত্তর উপজোলার জাহিদ সারওয়ার কাজল নকলায় শেখ রাসেলের জন্মদিনে কুইজ প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করেছে নকলা উপজেলা যুবলীগ হানারচরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহিদ সরদারের নেতৃত্বে মা ইলিশ ধরার হিড়িক ফুলবাড়ীতে এক মাদ্রাসা ছাত্রের গলায় ফাস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার পাহাড়-সমতলের অপরূপ চুয়েটে এবার চালু হলো সৌখিন চা বাগান উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার প্রতিবাদে রাউজানে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থী সোহাগ আকন্দ নওগাঁয় দুই মাসের শিশু সন্তান রেখে মায়ের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার চা বিক্রেতা ও ফেরিওয়ালাদের মাঝে তুলে দিলেন ওদুদ বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার কমিউনিটি ক্লিনিকের সামনে এসব খাদ্যশস্য প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এসব দেয়া হয়েছে। সমাজের দিনমজুর, রিকসা-ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক ও তৃতীয় লিঙ্গের কর্মহীন ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যশস্য দেয়া হয়। খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক আবু নাসের পলেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। খাদ্যশস্য নিতে আসা ব্যক্তিদের সকলকে সাবান দিয়ে ঘনঘন ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানান অতিথিবৃন্দ। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!