April 16, 2021, 1:10 pm
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে আজ ১৭ এপ্রিল শুক্রবার সকাল ১১টা সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এই অভিযান পরিচালনা করেন।এসময় আনসার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।অভিযানে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মল )আইন,২০১৮ এর ২৫ ধারায় লংঘন করায় এক মুদি দোকানদার কে ২০০০ হাজার টাকা জরিমানা করেন। এবং সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪৯ ধারায় লংঘন করায়, একজনকে ৫০০ টাকা,নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে গরুর মাংস ক্রয় করার জন্য, দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা লঙ্ঘন করায় ৯ জনকে ২০০ টাকা করে এবং একই ধারায় দুই কসাইখানাকে ১০০০/- টাকা করে মোট ৬ হাজার ৩০০ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
মোঃ সাইফুল ইসলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন,নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করুন সচেতন থাকুন।