April 11, 2021, 3:16 pm
স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে আজ সকাল ১১ঃ৩০ মিনিটে বৈরী আবহাওয়ার মধ্যেও করোনা ভাইরাসে বেকার হয়ে যাওয়া নারী পুরুষ ২৯০ জন কর্মহীন পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্যশস্য বিতরণ করা হয় । করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন এবং সবাইকে বেশি বেশি করে ২০ থেকে ২৫ সেকেন্ড ধরে হাত ধুতে বলেন।এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য কাজলেমা খাতুন ও স্থানীয় গণ্যমান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ।