April 16, 2021, 1:22 pm
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পর এবার সদর থানা যুবলীগ নেতা রানা মিয়া খোকার গুদাম থেকে গরিবের জন্য বরাদ্দকৃত সরকারি ২১৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদে শনিবার দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দির পশ্চিম নয়াপাড়া এলাকা থেকে এ চাল উদ্ধার করেন নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। উদ্ধার শেষে চালগুলো নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।
ওই যুবলীগ নেতা পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সজীব রহমান।
যুবলীগ নেতা রানা মিয়া খোকা (৪২) জামালপুর সদর থানা যুবলীগের সদস্য। নরুন্দির নয়াপাড়া এলাকার আব্দুল কাদেরের গুদাম ভাড়া নিয়ে ধানচালের ব্যবসা করেন তিনি। গুদামটি আব্দুল কাদেরের বাড়িতেই অবস্থিত।
নরুন্দি তদন্তকেন্দ্রের আইসি মো. সজীব রহমান বলেন, গোপনে খবর পাই যুবলীগ নেতা রানা মিয়া খোকার গুদামে সরকারি চাল মজুদ আছে। এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল। ৪ দিন আগে অবৈধভাবে তিনি এ চালগুলো কিনে গুদামে রেখেছিলেন। দুপুর ১২ টার দিকে পুলিশফোর্স নিয়ে ওই গুদাম থেকে ২১৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
মেহেদী হাসান