April 11, 2021, 4:31 pm
জামালপুরে ৩ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এর মধ্যে ৯ জন স্বাস্থ্যকর্মী।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান জানান, জামালপুর জেলায় গত ২৪ ঘন্টায় ২১ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মাঝে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় আমিরুল (৪১), ওয়ার্ড বয় মশিউর রহমান (৪৬), মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স আংগুরা খাতুন (৫৫)। মাদারগঞ্জের নার্স আংগুরা খাতুনের পুত্র রবিউল ইসলাম (৩৫) এবং মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগবাড়ি গ্রামের আকরাম (২৫)। এর মধ্যে আক্রাম নারায়নগঞ্জ ফেরত।
আক্রান্তদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনা হচ্ছে।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান জানান, জামালপুর থেকে পাঠানো নমুনার শতকরা ২৫ ভাগ করোনায় আক্রান্ত রিপোর্ট এসেছে। এর আগে আক্রান্তদের মধ্যে আরো ৬ জন স্বাস্থ্য কর্মী রয়েছে।
মেহেদী হাসান
জামালপুর।