April 20, 2021, 7:41 am
জামালপুর শহরের মুকুন্দবাড়ি এলাকায় পৌরসভার ত্রাণবাহী ট্রাক আটকিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে গেছে স্থানীয় জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
জামালপুর পৌরসভার ২, ৪ ও ৬নং ওয়ার্ডের জন্য ১০ কেজি করে চাল ও ৩ কেজি করে আলুর ৬০০ প্যাকেট নিয়ে ট্রাকটি যাচ্ছিল শহরের বানিয়া বাজারে ৬নং ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশার কার্যালয়ে। দুপুর ১২টায় ট্রাকটি মুকুন্দবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার বাসভবনের সামনে পৌছলে পথেই জনগণ আটক করে। পরে মুকুন্দবাড়ি, পালপাড়া ও বজ্রাপুর এলাকার কর্মহীন মানুষ ৪০০ প্যাকেট ত্রাণ সামগ্রী হুড়োহুড়ি করে নিয়ে যান।
মুকুন্দবাড়ি, পালপাড়া ও বজ্রাপুর এলাকার কর্মহীন মানুষ আগে থেকে ওই সড়কে অবস্থান নিয়েছিল। উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশাও।
ঘটনার পর থেকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি টেলিফোনে জানান, ত্রাণ সামগ্রী লুট হয়নি, ৬নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ট্রাক থেকেই বিতরণ করা হয়েছে এসব ত্রাণ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেমুজ্জামান জানান, এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
মেহেদী হাসান
জামালপুর।