April 17, 2021, 9:28 pm
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তির মা সেলিনা সিরাজের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তির মা সেলিনা সিরাজ আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার সময় চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে যান।