April 11, 2021, 7:40 am
জয় মহন্ত অলক
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মুক্তার বিল্লাহ ওরফে শান্ত (৪৩) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা যায়, ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজাপ্রাপ্ত শান্ত গত ১৯ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পরে। কারা কর্তৃপক্ষ তাৎক্ষনিক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ওই দিনই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার স্ট্রোক করে সে মৃত্যুবরণ করেন।
মুক্তার বিল্লাহ ওরফে শান্ত সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর মোল্লার মোড় এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।
কয়েদী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেল সুপার মোঃ জাবেদ মেহেদী।