May 9, 2021, 3:45 am

News Headline :
দর্শনায় মাদক ব্যবসায়ীকে আটকের সময় পুলিশের ওপর হামলা, আহত ৪ পুলিশ সদস্য কুয়েতের দীর্ঘ ৩৫ বছরের প্রবাস জীবনের সমাপ্তি বীর মুক্তিযোদ্ধা রেদোয়ানকে মীরসরাই বাসীর সংবর্ধনা পুরান বাজারে তরুণ সমাজসেবকের ঈদ সামগ্রী বিতরণ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ল ভাই ভাই স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি, সভাপতি সেলিম খান সিনিঃ সহসভাপতি আলী মাঝি ও সেক্রেটারি বাদল খান। নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়িতে ঈদ উপহার পেল ২৫ হাজার অসহায় পরিবার। রায়পুরা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ নোয়াখালীতে ৫৮ জন শিশুর মাঝে ঈদুল ফিতরের নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক। ফরিদগঞ্জে উপজেলা ছাত্রলীগের ইফতার সামগ্রী ও মাক্স বিতরন সুনামগঞ্জে ধুপাজান চলতি নদীতে নৌ-পুলিশের অভিযানে বালু ভর্তি ৬টি নৌকা আটক

ঢাকায় সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় ১ সেনাসদস্য নিহত, আহত ২১

রাজধানীর শেরে বাংলানগর থানাধীন সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও ২১ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে জানিয়ে এসব তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এক বিবৃতিতে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক সাভার সেনানিবাস হতে জাজিরার দিকে যাচ্ছিল। পথে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এলে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে সেনাবাহিনীর ট্রাকটি। এতে ঘটনাস্থলেই সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য মারা যান। বাকি ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

শেরে বাংলানগর থানার ওসি জানে আলম মুনশি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সেনাবাহিনীর গাড়িটি সড়কদ্বীপে উঠে গেছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সেসব কিছু আমাদের জানানো হয়নি আমাদের।

তিনি বলেন, সেনাবাহিনীর রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় এবং আহতদের সিএমএইচে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!