April 17, 2021, 9:27 pm
মো. নাঈম মিয়াজী, মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে করোনার উপসর্গ (জ্বর, বমি, পাতলা পায়খানা) নিয়ে এক বৃদ্ধা মারা গেছেন। তার নাম জুলেখা বেগম (৫০)। তিনি স্বামী পরিত্যাক্ত ।
এসব উপসর্গ নিয়ে ২ দিন ভোগার পরে শুক্রবার রাতেই তিনি তার নিজ ঘরে মারা যান। ঘরে অন্য কোউকে পাওয়া যায়নি বলে এএসপি (মতলব উত্তর) আহসান হাবিব জানান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মারাত্মক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ ঘটনা জানাজানির পর আজ শনিবার সকাল থেকে এ মহিলার বাড়িসহ আশপাশের আরো তিন বাড়ি জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের নির্দেশক্রমে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা: নুসরাত জাহান মিথেন জানান, খবর পেয়ে আমরা সকালে তার বাড়িতে যাই । তখন তার ঘরে অন্য কাউকে বা স্বামীকে পাওয়া যায়নি। করোনা টেস্টের জন্য মারা যাওয়া এ নারীর মৃতদেহ থেকে স্যাম্পল /নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে ।
এ ব্যাপারে রিপোর্ট না আসা পর্যন্ত এসব বাড়ি লকডাউন থাকবে বলে জেলা ও উপজেলা প্রশাসন সবাইকে জানিয়ে দেন ।
আজ বাদ জোহর সরকারি বিধি অনুযায়ী এ নারীর মরদেহ দাফন করা হয়েছে ।
স্থানীয়রা জানান, ওই মহিলা ছিলো ভবঘুরে ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। নিখোঁজ/লাপাত্তা এ নারী গত দু’দিন আগে অসুস্থ্য হয়ে নারায়নগঞ্জ থেকে মতলব উত্তরে নিজ ঘরে আসেন বলে প্রতিবেশিরা জানান। যোগাযোগ করলে, মতলব উত্তর উপজেলার ইউএনও এএম জহিরুল হায়াত সংবাদের সত্যতা নিশ্চিত করেন।