April 14, 2021, 4:53 am
নিউজ ডেক্স :
করোনায় ক্ষুধার জ্বালা মিটাতে সকল শ্রেণীর মানুষ অসহাযদের পাশে দারিযেছেন ত্রাণ নিয়ে।তার ধারাবাহিকতায ত্রবার তাদের পাশে সোনালী চাঁদপুর নিউজ ডট কম অন লাইন পএিকা। শনি বার সন্ধ্যার পরে চাঁদপুর শহরের পুরানবাজার অসহায ত্রিশ টি পরিবারদের সাত দিনের খাদ্দ্য সামগ্রী ত্রাণ পৌছে দিলেন পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রকাশক ত্রস আর শাহ আলম।
প্রতি পরিবারদের মধ্যে রয়েছে ৪ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, আধা কেজি বোতল জাত সোয়াবিন তৈল, ১ টি কেয়া বল সাবান, ২ টি ওরস্যালাইন , করে ত্রক ত্রকটি পরিবারকে ত্রাণ বিতরণ করেন, মোট ত্রিশ টি পরিবারের বাড়ি বাড়ি ত্রান গুলি পৌছে দেন।
সে সময় ত্রাণ বিতরনে সাথে ছিলেন ও সার্বিক ভাবে সহযোগীতা করেন পত্রিকার উপদেষ্টা খাযরুল ইসলাম বিল্লাল , উপদেষ্টা মোঃ আবুল হোসেন মজুমদার, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ , ডেন্টাল হামিদুর রহমান , মোঃ শাহিন, ইমরান খান, কাইয়ম, জোবায়ের সহ আরো অনেকে।
ত্রই প্রথম চাঁদপুরে ত্রই অন লাইন পএিকা টি অসহায় মানুষের পাশে দারিয়ে ত্রাণ বিতরণ করেন।
যেখানে ত্রাণ বিতরণ করা হয, স্বর্ণ পল্লি, কুলি বাগান, মোম ফ্যক্টরি, মেরকাটিজ রোড, পুরান ফায়ার সার্ভিস, ত্রলাকায়।