April 11, 2021, 7:17 am
অন্তর আহম্মেদ স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা এরই মধ্যে কিছু কিছু রোগী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজ দুপুর দুইটায় নওগাঁ লিটন ব্রিজের উপর থেকে করোনা শনাক্ত হওয়া রোগীকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। সে রানীনগর বাড়ি থেকে পালিয়ে এসেছে। নওগাঁয় করোনা রোগে আক্রান্ত ১৭জন তার মধ্যে সাপাহারে ৩জন,রাণীনগরে ৬জন, মহাদেবপুরে ২জন, পোরশায় ১জন, মান্দায় ২জন, আত্রাইয়ে ৩জন। বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা সিভিল সার্জন। রানীনগর থেকে পালিয়ে আসা রোগীকে আটক করেছে নওগাঁ জেলা পুলিশ নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায়, নওগাঁ সদর থানা তদন্ত অফিসার মোঃ ফয়সাল বিন আহসানের নেতৃত্বে, সদর থানা অপারেশন অফিসার তাজমিলুর রহমান ও সদর থানার সেকেন্ড অফিসার, মোঃ আব্দুল বারিক, সহ সঙ্গী ফোর্স নিরাপত্তা নিশ্চিত করে তাঁকে আটক করে।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাফিজুর নামের করোনা আক্রান্ত ওই ব্যক্তি রানীনগর থেকে পালিয়ে আসেন নওগাঁ তাঁর মোবাইল ফোন নাম্বার ট্র্যাক করে তথ্য প্রযুক্তি সাহায্যে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবং তাকে নিরাপত্তা নিশ্চিত করে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁকে তার নিজ,বাসায় পাঠিয়ে দিয়েছি।
অন্তর আহম্মেদ
নওগাঁ ০১৭৪২ ১৬২৩৫৫