April 20, 2021, 8:19 am
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : করোনায় কর্মহীন হয়ে পড়া শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের ৫০০ জন অসহায়, হতদরিদ্র নগদ ২০০ টাকা করে অর্থ সহায়তা পেয়েছে। ২৯ এপ্রিল বুধবার চর অষ্টধর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের ব্যাক্তিগত সহযোগিতায় উক্ত ইউনিয়নের ৪টি স্পটে কর্মহীন, হতদরিদ্রদের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলছুম রেনু, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। অর্থ সহয়তা প্রদানকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, আমরা নকলা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ ইউনিয়নের কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের সাধ্যমত সহযোগিতা করার আহবান জানিয়েছি এবং সবাই এগিয়ে আসছে।