April 11, 2021, 7:58 am
মোঃ মানিক মিয়া, নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় করোনায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবি মানুষের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা পরিষদের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন ও তার স্কুল পড়ুয়া কন্যা সাদিকা তাসনুভা উম্মি। ১৯ মে মঙ্গলবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে প্রায় ২০০ জন হতদরিদ্রের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও সাবান। খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন জানান, করোনা বিপদকালীন সময়ে শেরপুর জেলা পরিষদ কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবি মানুষের পাশে আছে এবং থাকবে।