April 11, 2021, 7:33 am
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন অসহায়, হতদরিদ্র, শ্রমজীবি ও কর্মক্ষম মানুষের মাঝে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত খাদ্য ও নগদ সম্মানী বিতরণ করেছে নকলা উপজেলা পরিষদ। ১২ মে সোমবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খলা পরিবেশে উপজেলার ২৫০টি পরিবারকে ৫ কেজি চাল, ১/২ কেজি ডাল, ১/২ কেজি ছোলা, ১/২ কেজি মুড়ি, ১/২ লিটার তেল, ১ কেজি আলু ও ১/২ কেজি লবনসহ ১টি করে খাদ্যসামগ্রীর প্যাকেট ও ৫০জন কেজি স্কুলের শিক্ষক পরিবারকে নগদ ৫০০ টাকা করে নগদ সম্মানী প্রদান করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন বলেন, করোনা বিস্তার প্রতিরোধে অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবি মানুষের যাতে খাবারের সন্ধানে বাহিরে যেতে না হয় তার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এসব খাদ্যসামগ্রী ও সম্মানী হিসেবে নগদ অর্থ প্রদান করা হল এবং ভবিষ্যতে এধরণের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।