April 17, 2021, 7:38 pm
শেরপুর প্রতিনিধি : করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুরের নকলা পৌর শহরের প্রবেশধার কাচারী মোড় ও উত্তর বাজারে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন কতৃক স্থাপিত ২টি জীবানুনাশক স্প্রে মেশিনের উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার বিকেলে সামাজিক দুরত্ব মেনে ওই জীবানুনাশক স্প্রে মেশিন দু’টির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিয়োদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সোজা, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পৌর মেয়র হাফিজুর রহমান লিটন উপস্থিত সাংবাদিকদের জানান, জীবানুনাশক স্প্রে মেশিনের নীচ দিয়ে চলাচলের সময় স্বয়ংক্রিয়ভাবে জীবানুনাশক স্প্রে মানুষের শরীরের উপর ছড়িয়ে পড়বে এবং এতে করে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।