September 23, 2021, 1:47 am

News Headline :
নোয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নৌকার পক্ষে ভোট করায় হামলার অভিযোগ, আহত-৫ চাটখিলে টাকা হারালেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা ছিনতাইকালে গ্রেফতার-২ দিনাজপুরে ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন দিনাজপুরে নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু দিনাজপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফট ও জেলা লিগ্যাল এইড অফিসে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের শুভ উদ্বোধন

নরসিংদীতে করোনায় নতুন ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ২৯

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলায় বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১ হাজার ৩৩৯ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮৬৪ জন, শিবপুর উপজেলায় ১২৫ জন, পলাশ উপজেলায় ১১২ জন, মনোহরদী উপজেলায় ৭২ জন, বেলাব উপজেলায় ৭১ জন ও রায়পুরা উপজেলায় ৯৪ জন।

এ পর্যন্ত এ জেলায় মৃত্যু হয়েছে ২৯ জন। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৮ জন, পলাশ উপজেলায় ১ জন, বেলাব উপজেলায় ৪ জন, রায়পুরা উপজেলায় ৩ জন, মনোহরদী উপজেলায় ২ জন ও শিবপুর উপজেলায় ১ জন। আজ রবিবার (২৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন।

এ জেলা থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৮৮৪ টি আর ফলাফল পাওয়া যায় ৬ হাজার ৪৩৮ টি। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত ৮৭৫ জন, হাসপাতালে আইসোলেশনে আছে ২৫ জন ও হোম আইসোলেশনে আছে ৪১০ জন। উল্লেখ্য, নতুন ২০ জন করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহ ও ফলাফল : ১৮ জুন নমুনা সংগ্রহ করে ১৯ জুন আইপিএইচ এ পাঠানো হলে ৮৮টি নমুনার ফলাফল পাওয়া যায়।

এতে ১২ টি পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার ৫, শিবপুর উপজেলার ১, পলাশ উপজেলার ৫ ও রায়পুরা উপজেলার ২, বেলাব উপজেলায় ১ জন ও একই ল্যাব পাঠানো ১৯ জুন সংগৃহীত ২০ জুন পাঠানো ৭৯ টি নমুনার মধ্যে ৮ টি পজিটিভ রিপোর্ট আসে। এতে সদর উপজেলার ৩ টি, শিবপুর উপজেলার ১টি, মনোহরদী উপজেলা ২ টি ও রায়পুরা উপজেলার ২টি।এদিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর দুটি ওয়ার্ডে রেড জোন চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!