September 26, 2021, 6:19 am

News Headline :
সোনারগাঁয়ে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির পাখি বিশ্ব নদী দিবস এসডিজি অর্জনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশাল আনন্দ মিছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে চাঁদপুরজেলা স্বেচ্ছাসেবকলীগের আলোচনা ঝিকরগাছায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি মুক্তিযুদ্ধে করণীয় দিক নির্দেশনা প্রদান করেছেন——- প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মে লিপ্তদের তালিকা করা হচ্ছে মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হোসাইন শিপুর উদ্যোগে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন ও এসডিজি অগ্রগতি পুরস্কার প্রাপ্তি উপলক্ষে মোহনপুর ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা ছেংগারচর পৌর আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে আলোচনা সভা

নরসিংদীতে করোনায় মোট আক্রান্ত ১১৮৮, আইসোলেশন মুক্ত ৪৯৯ জন

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এতে বাদ যায়নি চিকিৎসক, পুলিশ, আনসার, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ১১ জুন সংগৃহীত ১২ জুন আইপিএইচ এ পাঠানো ১২৩ টি নমুনার মধ্যে ৩২ টি করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলায় ১৮টি, শিবপুর উপজেলায় ৩ টি, বেলাব উপজেলার ১টি, মনোহরদী উপজেলায় ৮টি ও রায়পুরা উপজেলায় ২টি। ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডি আরবিতে ১৭ জুন পাঠানো ৩০ টি নমুনার মধ্যে ৭ টি পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলারই ৭টি। তিনি আরও জানান, ১৪ জুন আইইডিসিআর এ পলাশ থেকে পাঠানো সকল ১০টি নমুনা রিপোর্ট নেগেটিভ, ১৫ জুন পাঠানো মাধবদীর ৪টি নমুনা নেগেটিভ ও ১১ জুন পাঠানো ২১টি নমুনার মধ্যে ৩টি পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে নতুন ৪২ জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হলো ১১৮৮ জন। এবং মৃত্যু মোট মৃত্যু হলো ২১ জনের। এদের মধ্যে সদর উপজেলার ১২ জন, পলাশ উপজেলার ১ জন, বেলাব উপজেলার ৩ জন, রায়পুরা উপজেলার ৩ জন, মনোহরদী ১ জন ও শিবপুর উপজেলার ১ জন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৯৩ জন, রায়পুরা উপজেলায় ৮১ জন, পলাশে ১০০ জন, শিবপুরে ৯৭ জন, বেলাব উপজেলায় ৬৩ জন ও মনোহরদী উপজেলায় ৫৪ জন। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত ৪৯৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৩ জন এবং হোম আইসোলেশনে আছেন ৬৩৫ জন।
উল্লেখ্য, নরসিংদী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের একজন।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!