April 20, 2021, 7:28 am
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোনভাবেই থামছেনা নরসিংদী জেলায়। জ্যামিতিক হারে বেড়েই চলছে করোনা রোগী। এতে বাদ যায়নি চিকিৎসক, পুলিশ, আনসার, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। ২১ মে সংগৃহীত নমুনা ২২ মে শুক্রবার পাঠানো ১০৯টি নমুনা পরীক্ষায় আরও ২০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে এমন তথ্য আজ ২৭ মে রাতে জানান, নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। করোনাভাইরাসে নতুন শনাক্ত নরসিংদী সদর উপজেলায় ১৬ জন ও শিবপুর উপজেলায় ১জন ও পলাশ উপজেলার ৩ জন।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী করোনাভাইরাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৯ এবং মৃত্যু ৫ জন। মৃতদের মধ্যে ২০ এপ্রিল নরসিংদী সদর উপজেলা মাধবদীর পুরানচরের ১জন, ২৩ এপ্রিল একই উপজেলার ভাগদীর ১ জন, ৩০ এপ্রিল পলাশের মাঝেরচর গ্রামের ১ জন, ৮ মে পাঁচদোনায় ১জন, ১১ মে এবং ১৯ মে মাধবদীতে ১জন করে ২ জনসহ মোট ৫জন করোনায় মৃত্যুবরণ করেন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩০৪ জন, রায়পুরা উপজেলায় ৩৪ জন, পলাশে ২২জন, শিবপুরে ৩১ জন, বেলাব উপজেলায় ৩০জন ও মনোহরদী উপজেলায় ৮জন।
উল্লেখ্য নরসিংদী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের একজন। গত ৯ এপ্রিল থেকে নরসিংদী জেলাকে লকডাউন ঘোষণা করেন নরসিংদী জেলা প্রশাসন।