September 23, 2021, 2:43 am

News Headline :
নোয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নৌকার পক্ষে ভোট করায় হামলার অভিযোগ, আহত-৫ চাটখিলে টাকা হারালেন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা ছিনতাইকালে গ্রেফতার-২ দিনাজপুরে ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন দিনাজপুরে নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু দিনাজপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফট ও জেলা লিগ্যাল এইড অফিসে মাতৃদুগ্ধ পান কেন্দ্রের শুভ উদ্বোধন

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সেতারা বেগম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টায় নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সেতারা বেগম ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার খিদিরপুর গ্রামের মৃত বাবুল মিয়ার মেয়ে ও আলামিন মিয়ার স্ত্রী। সে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার মুছারগাও গ্রামের মরম আলীর ভাড়াটিয়া (ভাসমান)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০ টায় পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্সের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, সদর সার্কেল নরসিংদীর নেতৃত্বে ইন্সপেক্টর রুপণ কুমার সরকার পিপিএম, এসআই তাপস কান্তি রায়, এসআই জাকারিয়া আলম, এএসআই আনোয়ার হোসেন সহ নরসিংদী ডিবি পুলিশের একটা টিম নরসিংদী মডেল থানাধীন ভেলানগর সাকিনস্থ ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড হতে একটি শপিং ব্যাগের ভিতর কাপড়ে মুড়ানো অবস্থায় পাচারের সময় ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসসহ সেতারা বেগমকে জনকে আটক করেন।

গত ২৯ জুন তারিখের উদ্ধারকৃত ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের সূত্র ধরে জেলা পুলিশের একাধিক টিম সঙ্ঘবদ্ধ মাদক চক্রের প্রতি নজরদারী করতে থাকে এবং এরই ধারাবাহিকতায় নরসিংদী একটা ইয়াবা পাচারের চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ জেলা গোয়েন্দা পুলিশের একটা টিমসহ নরসিংদী ভেলানগর এলাকায় অবস্থান নেন এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারে সক্ষম হন। মাদকমুক্ত নরসিংদী গড়ার প্রত্যয়ে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যহত আছে।

উদ্ধারকৃত আলামত : ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য ৬০ লক্ষ টাকা, একটি মোবাইল সেট, একটি শপিং ব্যাগ, গোলাপি কাপর, নগদ ১ হাজার ৮২০ টাকা। এ ঘটনায় আটক সেতারা বেগমের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

error: Content is protected !!