April 11, 2021, 7:15 am
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাসুদা বেগম (৩০) নামে এক নারীর দেহে করোনাভাইরাস সংক্রমণ উপস্থিতি পাওয়া গেছে। তিনি উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তার নিজ বাড়ি দয়াকান্দায় কয়েক দিন ধরে অবস্থান করছিলেন। এই প্রথম আড়াইহাজার উপজেলায় কোনো ব্যক্তির দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তিনি নবীগঞ্জ এলাকায় বাসা বাড়িতে কাজ করতেন বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, বন্দর থেকে এই নারী তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আমাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল হোম কোয়ারেন্টিনে থাকার জন্য। তার পরও একজন আক্রান্ত হয়ে গেলো।