April 11, 2021, 7:52 am
করোনাভাইরাসে নতুন করে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ৪২ জন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৭ জন এবং আক্রান্তের সংখ্যা ৫৮৪। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এই মৃতের সংখ্যা ছিল ৩৫ জন ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৪২ জন।
এই পর্যন্ত জেলায় মোট ১৭৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৯ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন, সদর উপজেলার ৭ জন, রূপগঞ্জ ও আড়াইহাজারের ১ জন করে।