April 16, 2021, 2:31 pm
নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মায়ের শরীর থেকে তার ১৭ জন ছেলেমেয়ের করোনা সংক্রমণ হয়েছে। প্রথমে মায়ের শরীরে কোনও লক্ষণ প্রকাশ না পাওয়ায় একে একে সংক্রমিত হয়েছে ১৭ জন ছেলেমেয়ে।তবে আশার বিষয় হল ১ মাস আইসোলেশনে থাকার পর তারা সবাই এখন সুস্থ হওয়ার পথে।
কোনও ধরণের লক্ষণ প্রকাশ না পাওয়ায় প্রথমে করোনা টেস্ট করাননি ১৮ সন্তানের জননী ব্রিটেনি জেনিক। এরপর সন্তানদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় মেডিক্যাল টেস্ট করিয়ে দেখেন একই বাসার ১৮ জন করোনায় আক্রান্ত।
বিডি প্রতিদিন