April 16, 2021, 1:45 pm
সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ সারাবিশ্বে যখন মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলছে মৃত্যুর মিছিল তখনই নিজ নিজ দেশের সরকার প্রধানগন করোনা সংক্রমণের হাত হইতে দেশ ও জাতিকে সুরক্ষা নিশ্চিত করতে হাতে নিয়েছেন বিভিন্ন পরিকল্পনা। কেউ জয়ী হচ্ছেন ধীরগতিতে, কেউবা বলছেন এখন আমার কিছু করার নেই, বাকিটা আসমানের মালিকের হাতে, যদিও ওরা অর্থনৈতিক ভাবে শক্তিশালী জাতি। তবুও বলবো আমরা সফল। আসুন কিভাবে? বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কোভিট নাইন্টিনে সংক্রমণের হার তুলনামূলক ভাবে কম, মৃত্যুর হার কম, সুস্থ্যতা বেশি। তারপর ও কারো একজন স্বজন করোনায় আক্রান্ত হোক বা কেউ মারাযাক তাহা আমাদের কারোই কাম্য নয়। সৃষ্টিকর্তার সৃষ্ট গজব গোপন বিষের দাহনে সারাবিশ্ব যখন পরাজিত অসহায় সৈনিক তখন আমরাই একমাত্র সক্ষম সচেতন জাতি।
কেন এই সক্ষম নিয়ন্ত্রণ? পরিস্থিতি আরো বেসামাল হয়ে পড়ার একাধিক ঝুঁকি থাকার সম্ভাবনা থাকলেও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এদেশের গরীব দুঃখী মেহনতী মানুষের হৃদয়ের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনার ফসল হিসেবে পেয়েছি আমরা এই নিয়ন্ত্রনের সফলতার মাফকাঠি। যার সঠিক নির্দেশনার মধ্য দিয়ে যার যার অবস্থান থেকে পেয়েছেন সচেতনতার অনুপ্রেরণা। আমাদের সেনাবাহিনী, পুলিশবাহিনী, মানবসেবা মূলক প্রতিষ্ঠান বিভিন্ন হাসপাতালের ডাক্তার, নার্স এই কঠিন দূর্যোগ মোকাবিলায় যে মানবিকতার পরিচয় দিয়েছেন তাহা বিশ্ব ইতিহাসে বিরল বলে মনে করে বিভিন্ন সচেতন মহল। কেউ পংগু গরীবের ত্রানের চালের বস্তা কাঁধে নিয়ে, কেউ গানে গানের মাধ্যমে করে যাচ্ছেন সামাজিক সচেতন, কেউবা আবার নিজের জীবন বাজিরেখে করে যাচ্ছেন মানবসেবা, স্বাক্ষর রেখে চলেছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্তর। তারই ধারাবাহিকতায় আমার দেখা মানবসেবা শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের মানবতার ফেরিওলা নুরুজ্জামান বেপারী।
মানুষ মানুষের জন্য প্রাচীন উক্তিটি আজ দীর্ঘদিন পরে বাস্তবে রূপদিলেন নুরুজ্জামান বেপারী। সরকার ঘোষিত সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ বাড়ীতে দিনের পর দিন অসহায় কর্মহীন পরিবারের সদস্যদের জন্য খাদ্যসামগ্রী প্যাকেটিং করেন কখনো অটোরিক্সা যোগে, কখনো বা কাঁধে কেরে, কখনো আবার রাত্রের আধারে মাথায় করে পৌচ্ছে দেন এ নুরুজ্জামান বেপারী। শতশত অনাহ রোগীর বাড়ী, প্রতিবন্ধ¦ী কিংবা কর্মহীনের ঘরের দুয়ারে খাদ্য নিয়ে হাজির হন এ মানবাতার কান্ডারী নুরুজ্জামান বেপারী। মধ্যবিত্তদের ফোনের আশায় রাত্র জেগে বসে থাকের মোবাইল ফোন নিয়ে, কখন ফোন কল বেজে উঠবেন কার যেন ঘরে খাবার নেই কথাটি শুনা মাত্রই ছুটে যান সেখানে একমুঠ খাবার নিয়ে।
ইউনিয়নের সচেতন সমাজ মনে করে সরকারী সহায়তার পাশাপাশি নুরুজ্জামান বেপারীর মতো বিত্তশালীরা যদি সকলেই এভাবে এগিয়ে আসতো তাহলে করোনা ভাইরাস সংক্রমণ আরো দূরত¦ নিয়ন্ত্রনে এ জাতি সক্ষম হতো।