April 14, 2021, 4:30 am
নেত্রকোনা বিশেষ প্রতিনিধি,প্রান্ত চৌধুরীঃ-
কোভিড-১৯ সংক্রান্ত আপডেট ০৫ মে ২০২০ পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা সর্বমোট ১৩৮৩টি। আজ ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে,এর মধ্যে শনাক্তকৃত ০৮ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেন্দুয়া ০১ জন (স্বাস্থ্যকর্মী) বয়স-৩৬,নারী। খালিয়জুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ০২ জন ।( ডাক্তার-১ ও স্বাস্থ্যকর্মী-১), দুজনই পুরুষ। মোহনগঞ্জ ০২ জন। বড়কাশিয়া গ্রামের ৬০ বছর পুরুষ ০১জন ও ২৯ বছর বয়সী নারী ০১ জন।আটপাড়া উপজেলায় ০১ জন। বানিয়াজান গ্রামের ২৫ বছর বয়সী নারী। মদন উপজেলায় ০২ জন। কেশজানি গ্রামের বয়স ৩৫ ও মদন সেন্টার, বয়স ২৬ বছর। দু’ জনই পুরুষ। আজ পর্যন্ত সর্বমোট ১০৯২ টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্তকৃত সর্বমোট ৬৬ জন। আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ জন।
ঘরে থাকুন,নিরাপদে থাকুন।
সিভিল সার্জন
নেত্রকোণা।