April 13, 2021, 7:27 pm
নেত্রকোনা বিশেষ প্রতিনিধি,প্রান্ত চৌধুরীঃ-
করোনাভাইরাস( কোভিড-১৯) সংক্রান্ত আপডেট – ১৩ মে ২০২০ পর্যন্ত ছাড়পত্র প্রাপ্তদের তথ্য
১। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কলমাকান্দায় ০২জন(স্বাস্থ্যকর্মী)।
২। মোহনগঞ্জ উপজেলায় ০৩জন।
(জীবনপুর গ্রামে -২জন, বড়কোট গ্রামে -০১জন ও জৈনপুর গ্রামে -০১জন)।
আজ পর্যন্ত সুস্থ হয়েছেন সর্বমোট ৩১জন।
ঘরে থাকুন, নিরাপদ থাকুন।
সিভিল সার্জন
নেত্রকোনা।